Type Here to Get Search Results !

ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন তারেক রহমান, আজ মনোনয়ন ফরম সংগ্রহ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতায় নামতে যাচ্ছেন। দলীয় সূত্র জানিয়েছে, আজ রবিবার তিনি এ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। তারেক রহমান বগুড়া-৬ সংসদীয় আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করতে যাচ্ছেন। ঢাকার ২০টি আসনের মধ্যে যে তিনটি আসন বিএনপি ফাঁকা রেখেছে, তার মধ্যে গুলশান-বনানী, বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনও রয়েছে। এই আসনে বিএনপির জোটসঙ্গী হিসেবে বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমানের নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল। এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে তারেক রহমানের প্রতি সম্মান দেখিয়ে ভোলা-১ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আন্দালিব রহমান। ফলে ঢাকা-১৭ আসনের আর প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে। দলটির ভেতরের আলোচনা অনুযায়ী, দেশে ফিরে আসার পরই তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। এ ছাড়া বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা তাকে রাজধানীর এই গুরুত্বপূর্ণ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ জানান। বিএনপির পক্ষ থেকে আন্দালিভ রহমানকে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হলে তিনি এই প্রস্তাবে রাজি হননি। তিনি নিজ দলের প্রতীকে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার কথা বলেছেন। এই আসনে (ভোলা-১) ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। উল্লেখ্য, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আন্দালিব রহমান পার্থ। তাঁর বাবা, প্রয়াত নাজিউর রহমান মঞ্জু, একই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীর দায়িত্বও পালন করেন। আমারবাঙলা/এসএবি

from Amarbangla Feed

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.