Type Here to Get Search Results !

চকরিয়ায় ৫০ লাখ টাকার মূল্যের বনভূমি উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় বন বিভাগের অভিযানে আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়েছে। এ সময় জবরদখল করে নির্মিত একটি পাকা বাড়ির স্থাপনা উচ্ছেদ করা হয়। শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার ফাঁসিয়াখালী দরগা গেটের পেছনে এ অভিযান পরিচালনা করেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. সাদেকুর রহমান। বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, একটি দখলবাজ চক্র দীর্ঘদিন ধরে ফাঁসিয়াখালী এলাকার দরগা গেটের পেছনের সংরক্ষিত বনভূমি দখল করে পাকা ঘর নির্মাণের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে সদ্য নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বনভূমি উদ্ধার করা সম্ভব হয়। অভিযানে ফাঁসিয়াখালী বনবিট কর্মকর্তা মো. খসরুল আমীনসহ ফাঁসিয়াখালী ও ডুলাহাজারা বনবিটের বনকর্মী এবং স্থানীয় ভিলেজাররা উপস্থিত ছিলেন। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সংরক্ষিত বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আমারবাঙলা/এনইউআ

from Amarbangla bangladesh Feed

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.