মৌলভীবাজারের বড়লেখায় সাবেক এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৬শে ডিসেম্বর) বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য মো. মইনুল ইসলাম, সাজাপ্রাপ্ত আসামি জইন উদ্দিন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তারকৃত আসামি জমির আলী। বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খাঁন জানান, রাজনৈতিক মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একজন সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আমারবাঙলা/এসএবি
from Amarbangla Feed
বড়লেখায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩
December 27, 2025
0
Tags
