Type Here to Get Search Results !

পৌষের কনকনে শীতে কাঁপছে জনজীবন

পৌষ মাস পড়তেই দেশজুড়ে শীতের তীব্রতা বেড়েছে। রাজধানী ঢাকাসহ পৌষের শীতে কাঁপছে গোটা দেশ। ভোরের দিকে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। বিশেষ করে উত্তরাঞ্চল ও গ্রামীণ এলাকায় শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি অনুভূত হচ্ছে। কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে তীব্র শীত ও কুয়াশায় বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্নআয়ের মানুষ।। অনেকেই শীত থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে বা মোটা কাপড় পরে সময় কাটাচ্ছেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। ফুটপাত, রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও নিচে বসবাস করা ছিন্নমূল মানুষেরা শীতবস্ত্র, নিরাপদ আশ্রয় ও পর্যাপ্ত খাবারের অভাবে চরম অনিশ্চিত ও কষ্টকর জীবনযাপন করছেন। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,দেশের কয়েকটি এলাকায় মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের প্রকোপ অব্যাহত থাকতে পারে।

from Amarbangla Feed

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.