Type Here to Get Search Results !

মনোহরদীর বাজারে কমে আসছে পেঁয়াজ ও শাক-সবজির দাম

মনোহরদীর বাজারে কমে আসছে পেঁয়াজ ও শাকসবজির দাম। বিশেষ করে নতুন দেশি পেঁয়াজের সরবরাহ বাজারে বৃদ্ধি পাওয়ায় দাম কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। যদিও পুরোনো পেঁয়াজের কেজি এখনো ১১০ থেকে ১২০ টাকা। তবুও নতুন পেঁয়াজ কম দামে কিনতে পারায় স্বস্তি জানিয়েছেন ক্রেতারা। অন্যদিকে শীতের সবজিতে প্রতিটি সবজির দোকানে বেশি দামের পণ্যও চলে এসেছে নাগালের মধ্যে। ফলে ক্রেতারা কম টাকায় সবজি কিনতে পারছেন। ক্রেতাদের দাবি, সারা বছর যেন সবজির দাম এভাবে ক্রেতার নাগালে থাকে। রবিবার (২৮ ডিসেম্বর) মনোহরদীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মনোহরদীতে শীত বেশি অনুভূত হওয়ায় বাজারে ক্রেতার উপস্থিতি কিছুটা কম। সবজি বিক্রেতারা জানিয়েছেন, শীতকালীন সবজির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমে গ্রাহকের নাগালে এসেছে। এতে ক্রেতাদের মধ্যে শীতের সবজি কেনার স্বস্তি দেখা গেছে। মনোহরদী বাজারের এক ক্রেতা জানান, গত বছর প্রায় পুরো সময় সবজির দাম বেশি ছিল। কেজি ৬০ টাকার কমে সবজি কেনা যায়নি। এখন ৩০ থেকে ৪০ টাকা দরে অনেক সবজি কেনা যাচ্ছে। একশত টাকার সবজি কিনলেই দুই-চার দিনের জন্য যথেষ্ট। দোকানগুলোতে শীতের সবজির বড় জায়গা জুড়ে রয়েছে বাঁধাকপি ও ফুলকপি। মাঝারি আকারের একটি বাঁধাকপি এখন বিক্রি হচ্ছে মানভেদে ৩০ টাকার মধ্যে, যা এক সপ্তাহ আগেও ৩০ টাকার বেশি ছিল। একইভাবে কমছে ফুলকপির দামও। আকারভেদে একেকটি ফুলকপি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকায়। বাজারে সিমের দামও কমছে। এখন বাজারে বিভিন্ন ধরনের সিম পাওয়া যাচ্ছে। তার মধ্যে নতুন বিচিওয়ালা সিম ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি জাতের শিম ৩০ থেকে ৪০ টাকার মধ্যে কেনা যাচ্ছে। একইভাবে পেঁপে, টমেটো, শসা, করলা, গাজর, মিষ্টি কুমড়া, লাউ, বেগুন, আলু, কাঁচা মরিচ, লাল শাক, পালং শাক ইত্যাদি শাকসবজির মূল্য নিম্নমুখী। আমারবাঙলা/আরপি

from Amarbangla bangladesh Feed

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.