চন্দনাইশে গরম পানির ডেকচিতে পড়ে দগ্ধ হয়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মোহাম্মদ মুস্তাকিম। গত ২৭ ডিসেম্বর সকালে উপজেলার বরমা ইউনিয়নের চর বরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ওইদিন সকালে মুস্তাকিমের বাড়িতে রান্নার প্রস্তুতির সময় একটি ডেকচিতে গরম পানি রাখা ছিল। বাড়ির পাশেই খেলছিল শিশু মুস্তাকিম। একপর্যায়ে অসাবধানতাবশত সে গরম পানির ডেকচিতে পড়ে গুরুতর দগ্ধ হয়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই তার মৃত্যু হয়। নিহত মুস্তাকিম চর বরমা এলাকার মোহাম্মদ মনির খাঁনের ছেলে। স্থানীয় গণমাধ্যমকর্মী ওমর ফারুক জানান, পরদিন ২৮ ডিসেম্বর সকালে স্থানীয় জামে মসজিদ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আমারবাঙলা/এনইউআ
from Amarbangla Feed
চন্দনাইশে গরম পানির ডেকচিতে পড়ে শিশুর মৃত্যু
December 29, 2025
0
Tags
