চট্টগ্রামের ২ নম্বর গেট সংলগ্ন বিপ্লব উদ্যানে শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেছে ‘বীর চট্টলার ছাত্রজনতা’সহ জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠন। সন্ধ্যা ৬টার দিকে বিপ্লব উদ্যান থেকে বিক্ষোভ শুরু হয়ে ওয়াসা মোড় প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে সমাবেশে মিলিত হয়। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার ওপর হামলার প্রতিবাদ জানাতে এই বিক্ষোভের আয়োজন করা হয় বলে অংশগ্রহণকারীরা জানান। বিক্ষোভকারীরা হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। তারা অভিযোগ করেন, হামলার পেছনে ‘বহিঃশক্তি ও আধিপত্যবাদী প্রভাব’ রয়েছে—তবে এ অভিযোগের স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের দেড় বছর পর ঘটনাটি তাদের কাছে ‘জুলাই আন্দোলনের ওপর আঘাত’ হিসেবে প্রতীয়মান হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন ওসমান হাদি। জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে গঠিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবেও তিনি আলোচনায় ছিলেন। ‘বীর চট্টলার ছাত্রজনতা’র ব্যানারে আয়োজিত বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, ইসলামী ছাত্রশিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি, আপ বাংলাদেশ, খেলাফতে মজলিস ও ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন অংশ নেয়। আমারবাঙলা/এনইউআ
from Amarbangla bangladesh Feed
হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের নানা সংগঠনের বিক্ষোভ
December 13, 2025
0
