চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে পান্থ দত্ত (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ৭ নম্বর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গণপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত পান্থ ওই এলাকার স্বপন দত্তের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় গরুর খড় কাটাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে পান্থের কথা কাটাকাটি হয়। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছিল। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমারবাঙলা/এনইউআ
from Amarbangla Feed
আনোয়ারায় মায়ের সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা
December 21, 2025
0
Tags
