Type Here to Get Search Results !

শীতের স্নিগ্ধতা ঢাকায়, কুয়াশায় মোড়া সকাল

রাজধানী ঢাকায় আজ সকাল থেকে হালকা থেকে মাঝারি কুয়াশার আবরণ। শীতের স্নিগ্ধতার সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার আবরণ রাজধানী ঢাকার সকাল শুরু হয়েছে ঠিক এভাবেই। কয়েক দিন ধরেই তাপমাত্রা তুলনামূলক কম থাকায় ঠান্ডার অনুভূতি স্পষ্ট। আজ সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে দুপুর পর্যন্ত এই ঠান্ডা আবহাওয়া বজায় থাকতে পারে। দিনের বেশিরভাগ সময় আকাশে হালকা মেঘের আনাগোনা থাকতে পারে বলেও জানানো হয়েছে। এ ছাড়া আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। উত্তর কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রায় পরিবর্তনের ইঙ্গিত নেই। আমারবাঙলা/এসএবি

from Amarbangla Feed

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.