চার দিন পানি সংকটে বন্ধ থাকার পর আবারও কাগজ উৎপাদনে ফিরেছে কর্ণফুলী পেপার মিল। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর থেকে মিলটিতে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ আমার বাঙলাকে বলেন, কর্ণফুলী নদীতে পলি জমে নাব্যতা সংকট তৈরি হওয়ায় গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে মিলের উৎপাদন বন্ধ রাখতে হয়। এতে পানির পর্যাপ্ত সরবরাহ ব্যাহত হচ্ছিল। পরে পাম্প স্থানের পলি অপসারণ করে পানির স্তর বাড়ানো হলে শনিবার দুপুর থেকে উৎপাদন পুনরায় চালু করা সম্ভব হয়েছে। তিনি জানান, মিলটিতে নিয়মিত কাগজ উৎপাদনের পাশাপাশি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া ব্যালট পেপারের কাগজ সরবরাহের দায়িত্ব রয়েছে। এ জন্য মোট ৯১৪ মেট্রিক টন কাগজ সরবরাহের অর্ডার পেয়েছে কর্ণফুলী পেপার মিল। এর মধ্যে ইতিমধ্যে ৫৩৭ মেট্রিক টন কাগজ সরবরাহ করা হয়েছে। বাকি ৩৮৭ মেট্রিক টন আগামী ১৫ জানুয়ারির মধ্যে সরবরাহ করার সময়সীমা নির্ধারিত রয়েছে। ব্যবস্থাপনা পরিচালক বলেন, উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যেই বাকি কাগজ সরবরাহে কোনো সমস্যা হবে না। উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন থেকে সবুজ, গোলাপি ও এজুরলেইড রঙের পাশাপাশি বাদামি সালফেট কাগজ মিলিয়ে মোট ৯১৪.০০৯ মেট্রিক টন কাগজের অর্ডার পায় কর্ণফুলী পেপার মিল। আমারবাঙলা/এনইউআ
from Amarbangla bangladesh Feed
পানি সংকট কাটিয়ে উৎপাদনে ফিরল কর্ণফুলী পেপার মিল
December 14, 2025
0
