Type Here to Get Search Results !

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে কুমার শানুর মামলা

ভারতীয় সংগীত জগতের জনপ্রিয় কণ্ঠ কুমার শানু ও তার সাবেক স্ত্রী রীতা ভট্টাচার্যের সম্পর্কের জটিলতা নতুন মোড় নিয়েছে। বহু বছর ধরে চলা ব্যক্তিগত বিরোধ এবার প্রকাশ্যে আইনি লড়াইয়ে রূপ নিয়েছে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিচ্ছেদের প্রায় দুই দশক পর একটি সাক্ষাৎকারে রীতা ভট্টাচার্য কুমার শানুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেন। তিনি বলেন, গর্ভাবস্থার সময় তিনি শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন। রীতার অভিযোগে আরও বলা হয়, সে সময় ন্যূনতম জীবনযাপনের খরচ কিংবা চিকিৎসার প্রয়োজনীয় সহায়তা পাননি তিনি। এমন পরিস্থিতিতে নিজের গয়না বিক্রি করেই নাকি জীবন চালাতে হয়েছিল। পাশাপাশি কুমার শানুর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। এই মন্তব্যের জেরে গত সেপ্টেম্বরে আইনজীবী সানা রইস খানের মাধ্যমে রীতাকে আইনি নোটিস পাঠিয়েছিলেন কুমার শানু। সানা সেই আইনি নোটিসে রীতার অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। তার ভাষ্য অনুযায়ী, এসব অভিযোগ তার দীর্ঘ চার দশকের সংগীতজীবনে গড়ে ওঠা সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই করা হয়েছে। তবে তাতে কোনো সমাধান না হওয়ায় এবার বড় অঙ্কের ক্ষতিপূরণ চেয়ে আদালতের শরণাপন্ন হলেন ‘মেলোডি কিং। শানু তাঁর প্রাক্তন স্ত্রীর থেকে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করলেন। শানুর আইনজীবী সানা রইস খানের মাধ্যমে পাঠানো আইনি নোটিশে অনলাইনে প্রচারিত ওই সাক্ষাৎকারের সব ভিডিও ও কনটেন্ট অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবীর বক্তব্য, “কুমার শানু বছরের পর বছর ধরে তার সৃষ্টিশীল কাজের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করেছেন। ভিত্তিহীন অভিযোগ দিয়ে একজন শিল্পীর সম্মান ধুলোয় মেশানো যায় না।” দীর্ঘদিন পর এই প্রাক্তন দম্পতির আইনি সংঘাত এখন বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। আমারবাঙলা/এসএবি

from Amarbangla Feed

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.