Type Here to Get Search Results !

হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত জাতীয় পতাকা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ শনিবার দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে শনিবার (২০ ডিসেম্বর) সরকারি ও বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান, শিক্ষাঙ্গন, স্বায়ত্তশাসিত সংস্থা এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন। ভাষণে তিনি আত্মার হাদির মাগফিরাত কামনা করে বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা এই সংগ্রামী নেতাকে যেন আল্লাহ তায়ালা শহীদের মর্যাদা দান করেন। তিনি আরও বলেন, ওসমান হাদির অকাল প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি।শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হয় আজ দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। আমারবাঙলা/এসএবি

from Amarbangla Feed

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.