মহান বিজয় দিবস–২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। আজ ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত এ প্রীতিভোজে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সহধর্মিণী এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বান্দরবান পার্বত্য জেলা শাখার সভানেত্রী চামেলী খাতুন। প্রীতিভোজ অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে তাঁদের সাহস, দেশপ্রেম ও ত্যাগের মহিমা স্মরণ করে নতুন প্রজন্মের পুলিশ সদস্যদের জন্য তা অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করা হয়। অনুষ্ঠানটি পারস্পরিক সৌহার্দ্য, সম্মান ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়। আমারবাঙলা/এনইউআ
from Amarbangla bangladesh Feed
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবান জেলা পুলিশের প্রীতিভোজ
December 17, 2025
0
