কক্সবাজারে পর্যটকের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে এক কিটকট ব্যবসায়ীকে আটক করেছে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন। রোববার (২১ ডিসেম্বর) কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় ভ্রমণে আসা পর্যটকের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায় করেন ওই কিটকট বিক্রেতা। এ নিয়ে পর্যটক অসন্তোষ প্রকাশ করলে বিষয়টি টুরিস্ট পুলিশের নজরে আসে। খবর পেয়ে টুরিস্ট পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্ত কিটকট ব্যবসায়ীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি স্বীকার করেন তিনি। টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: আপেল মাহমুদ জানান, পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, প্রতারণা কিংবা অসদাচরণের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। পর্যটকদের অনুরোধ জানিয়েছে তিনি জানান, কেউ এ ধরনের হয়রানির শিকার হলে দ্রুত নিকটস্থ টুরিস্ট পুলিশ সদস্য বা হেল্প ডেস্কে জানাতে। আটককৃত ব্যবসায়ীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আমারবাঙলা/এনইউআ
from Amarbangla bangladesh Feed
কক্সবাজারে পর্যটক হয়রানি, ব্যবস্থা নিল টুরিস্ট পুলিশ
December 22, 2025
0
