বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ছয়টি টিনশেড বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী চৌধুরী পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আবদুস সবুরের বাড়ির মো. কাউছার, মো. আব্বাস, আবুল কালাম, আবদুল মাবুদ, আলতাফ হোসেন ও শওকত আরা বেগমের পৃথক ঘরগুলো মুহূর্তে আগুনে ভস্মীভূত হয়। বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
from Amarbangla Feed
বোয়ালখালীতে আগুন, ৭টি বসতঘর পুড়ে ছাই
December 12, 2025
0
Tags
