ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসের ভেতরে থাকা একজন নিহত হয়েছেন। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জুলহাস মিয়া (৩৫)। আগুন লাগার সময় তিনি গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। ওসি জানান, সম্ভবত তিনি বাসের চালক। বের হওয়ার আগেই তিনি দগ্ধ হয়ে মারা যান বলে জানান ওসি রোকনুজ্জামান। পুলিশের প্রাথমিক তদন্ত এবং সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনজন বাসে আগুন দিচ্ছেন। মরদেহ থানা প্রাঙ্গণে রাখা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি। আমারবাঙলা/এফএইচ
from Amarbangla Feed
ময়মনসিংহে বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত চালক নিহত
November 11, 2025
0
Tags
