Type Here to Get Search Results !

মব ভাইরাসের তাণ্ডব লীলায় অতিষ্ঠ বাংলাদেশ: তাহেরী

বাংলাদেশে বাড়তে থাকা মব সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী বক্তা ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাংগঠনিক সচিব গিয়াস উদ্দিন তাহেরী। সোমবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মব ভায়োলেন্স দেশের মানুষের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাহেরী বলেন, “মব ভাইরাসের তাণ্ডবে মানুষ অতিষ্ঠ। কারও সঙ্গে মতভিন্নতা হলেই আইন নিজের হাতে নিয়ে তাকে মারধর বা হত্যার প্রবণতা ভয়াবহভাবে বেড়েছে। এ পরিস্থিতি আমাদের শঙ্কায় ফেলছে।” তিনি অভিযোগ করেন, একটি উগ্রবাদী গোষ্ঠী ভিন্নমত দমন করতে মব তৈরি করছে এবং প্রতিবাদকারীদের ওপর অমানবিক আচরণ চালাচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াতকে ‘অহিংস শান্তিপ্রিয় দল’ দাবি করে তাহেরী জানান, ন্যায় ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে বৃহত্তর সুন্নি জোট থেকে আগামি জাতীয় নির্বাচনে দেশের ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে। সৈয়দপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর তিনি রংপুরে তাজদারে আউলিয়া কনফারেন্সে যোগ দিতে রওনা হন। রংপুর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডে পাক পাঞ্জাতন সুন্নি মিশন সংস্থার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। ● আমারবাঙলা/এফএইচ

from Amarbangla bangladesh Feed

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.