Type Here to Get Search Results !

রাবির আন্তর্জাতিক সম্মেলনের সেরা তিনে ইবি শিক্ষার্থীদের গবেষণাপত্র

'সংকেত প্রক্রিয়াকরণ, তথ্য ও যোগাযোগ ব্যবস্থা' বিষয়ক (SPICSCON-2025) আন্তর্জাতিক সম্মেলনে সেরা তিনটি গবেষণাপত্র মধ্যে স্থান পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ইবি প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীরা হলেন বায়োমেডিকেল ইন্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষে শিক্ষার্থী মো. ইমামুল হোসাইন, এসএম মাহিম, তারেক আজিজ, ফয়সাল আহমেদ। তাদের গবেষণার বিষয়বস্তু ছিল "Hybrid CCT-TB: A Dual-Stream Attention Augmented Hybrid Architecture with Explainable AI for Tuberculosis Screening in Chest Radiographs"। শনিবার (২২ নভেম্বর) সকালে দুইদিনব্যাপী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল অনুষদ গ্যালারিতে IEEE আইইই বাংলাদেশ সেশন এবং আইইই সিগনাল প্রসেসিং সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের যৌথভাবে এই চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (এমআইএসটি) এর শিক্ষার্থীদের গবেষণাপত্র নির্বাচিত হয়েছে। সম্মেলনে আয়োজন কমিটির সভাপতি এবং তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক হালিদা হোমায়রা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দীন খান। এছাড়া, দেশের ও বিদেশের গবেষক, শিক্ষাবিদ এবং প্রযুক্তিবিদরা উপস্থিত ছিলেন। সেরা গবেষণাপত্র নির্বাচিত হওয়া ইবি শিক্ষার্থী ইমামুল বলেন, 'আমাদের গবেষণা প্রবন্ধটি কনফারেন্সে সেরা গবেষণা অ্যাওয়ার্ড পাওয়ায় আমি সত্যিই গর্বিত ও সম্মানিত। এই অর্জনের জন্য সুপারভাইজার, সহলেখক ও সবার সমর্থনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সেই সাথে প্রবন্ধটির উপস্থাপক সহলেখক তারেক আজিজকে বিশেষ ধন্যবাদ জানাই।' উল্লেখ্য, দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে কুয়েট কুয়েট চুয়েট ও রুয়েট সহ দেশ-বিদেশের গবেষকদের প্রায় ৪০০ গবেষণা প্রবন্ধ থেকে নির্বাচিত প্রায় ১৫০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয় এবং সিগন্যাল প্রসেসিং, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক সিস্টেম ডিজাইনসহ বিভিন্ন সাম্প্রতিক গবেষণা ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে বলে। SPICSCON ২০২৫ সম্মেলনটি গবেষকদের মধ্যে জ্ঞান-বিনিময়, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ গবেষণা সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমারবাঙলা/এফএইচ

from Amarbangla Feed

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.