অনলাইন শিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন, আন্তর্জাতিক জার্নাল ও রিসোর্সে দ্রুত প্রবেশাধিকার নিশ্চিত এবং বিশ্ববিদ্যালয়ের “স্মার্ট বাংলাদেশ” লক্ষ্যমাত্রা বাস্তবায়ন সহজ করার উদ্দেশ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৩টায় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন ইবির বৈছাআ'র আহ্বায়ক এস এম সুইট, সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ, মুখ্য সংগঠক গোলাম রব্বানীসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সেবায় দুরবস্থা, গতানুগতিক ও অনির্ভরযোগ্য নেটওয়ার্কের কারণে অনলাইন শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কাজ, আন্তর্জাতিক যোগাযোগ—সব ক্ষেত্রেই বিঘ্ন ঘটছে। এতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তারা। স্মারকলিপিতে শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ইতোমধ্যে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে দ্রুত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। বাংলাদেশেও সরকারি-বেসরকারি পর্যায়ে এ প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে। স্মারকলিপি জমাপ্রদানের পর এস এম সুইট বলেন, “ঢাবি, জাবি, চবিতে ইতিমধ্যে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু হয়েছে। প্রশাসনের প্রতি আমাদের জোর দাবি থাকবে অতি দ্রুত ইবিতেও এর সেবা চালু করার জন্য।” উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আশ্বস্ত করে বলেন, “আমি অতি দ্রুতই আইসিটি সেলকে এটি নিয়ে কাজ করার জন্য দায়িত্ব প্রদানের চেষ্টা করবো।” আমারবাঙলা/এফএইচ
from Amarbangla Feed
ইবিতে স্টারলিংক ইন্টারনেট চালুর দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
November 19, 2025
0
Tags
