Type Here to Get Search Results !

 মিশিগানে গির্জায় হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি গির্জায় বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর বিবিসির। পুলিশ বলছে, বন্দুকধারী গাড়ি চালিয়ে ওই গির্জায় ঢুকে পড়েন। তিনি সেখানে ভবনে আগুন ধরিয়ে দেন এবং গুলি চালানো শুরু করেন। কর্মকর্তারা জানান, ডেট্রয়েট থেকে প্রায় ৬০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরের চার্চ অব জেসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেন্টসে রবিবারের প্রার্থনার সময় হামলার ঘটনা ঘটে। প্রার্থনায় সাধারণত শত শত মানুষ অংশ নিয়ে থাকেন। সন্দেহভাজন হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তার পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তিনি বার্টন শহরের ৪০ বছর বয়সী থমাস জ্যাকব স্যানফোর্ড। এনবিসি নিউজ প্রশাসনের বরাতে জানায়, বন্দুকধারী সম্ভবত পরিকল্পিতভাবে চার্চে আগুন দিয়েছিলেন। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন ভবনের ভেতরে আরও আহত বা নিহত ব্যক্তি থাকতে পারেন। তদন্ত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে তিনটি বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তারা সন্দেহভাজন হামলাকারীর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন। হামলার কারণ খুঁজে বের করতে তার ফোন রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। এফবিআই এই ঘটনার তদন্ত করছে। ডেট্রয়েট ফিল্ড অফিসের দায়িত্বপ্রাপ্ত এজেন্ট রুবেন কোলম্যান জানান, বোমা বিশেষজ্ঞসহ কয়েকটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মিশিগান পুলিশের মুখপাত্র কিম ভেটার বলেন, পুলিশ আরও কয়েকটি স্থান থেকে বোমা হামলার হুমকি পেয়েছিল। তিনি বলেন, সেগুলো আমরা পরীক্ষা করে দেখেছি। কোনো ঝুঁকি নেই বলেও তিনি জানান। হামলার শিকার গির্জা একটি বিবৃতিতে নিশ্চিত করেছে, প্রার্থনা সভার সময় একজন বন্দুকধারী গুলি চালিয়েছেন এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এ হত্যাকাণ্ডের বিষয়ে জেনেছেন। তিনি নিশ্চিত করেন যে এফবিআই এই হামলার ঘটনায় তদন্ত করছে। আমারবাঙলা/এফএইচ

from Amarbangla Feed

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.