সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ফেসবুক পোস্টে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নূরুল মজিদের ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদি। পোস্টে মাহমুদ সাদি লিখেছেন, ‘আমার বাবা আর নেই। সবাই দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করুন।’ গত বছরের ২৪ সেপ্টেম্বর নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে র্যাব। এদিন নরসিংদীতে হত্যা মামলায় অভিযুক্ত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত বছরের ৪ আগস্ট মাধবদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা হয়। সেই হামলায় মাধবদীর শ্রমিকনেতা জাহাঙ্গীর হোসেন নিহত হন। এ ঘটনায় নিহতের বড় ভাই আমির হোসেন বাদী হয়ে ৯ আগস্ট মাধবদী থানায় মামলা করেন। এ মামলায় নূরুল মজিদকে গ্রেপ্তার করা হয়। আমারবাঙলা/এফএইচ
from Amarbangla Feed
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ আর নেই
September 29, 2025
0
Tags
