Type Here to Get Search Results !

ডাকাতি–সন্ত্রাসের প্রতিবাদে শিবগঞ্জে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সন্ত্রাস, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন শত শত এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকেলে সোনামসজিদ পিরোজপুর মোড় সোনালী ব্যাংকের সামনে পিরোজপুর, বালিয়াদিঘী, সালামপুর ও সোনাপুর এলাকার বাসিন্দারা এই কর্মসূচিতে অংশ নেন। এলাকাবাসীর অভিযোগ, সোনাপুর গ্রামের লুতফলের ছেলে এসআই কালামের (কামাল) প্রত্যক্ষ মদদে এলাকায় ডাকাতদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। তাঁরা বলেন, এসআই কালামের ছত্রছায়ায় রায়হান, ইউসুফ, মোশারফ, জাবেদ ও আব্দুল্লাহ নামের একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। এই চক্রের হাতে সাধারণ মানুষ প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন মোতালেব আলী, পলাশ মিয়া বাবুল, ইউসুফ আলীসহ কয়েকশ’ স্থানীয় নারী-পুরুষ। মানববন্ধনে বক্তারা বলেন, অপরাধী চক্রের বিরুদ্ধে মামলা হলেও রহস্যজনক কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো পদক্ষেপ নিচ্ছে না। দ্রুত এসব অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার এবং নিরীহ মানুষকে রক্ষার দাবি জানান তাঁরা। বক্তারা সরকারের কাছে জোর দাবি জানান—এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে এবং পুলিশের ভেতরে থাকা দুর্নীতিবাজদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। তবে এসআই কামাল তাঁর বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তাঁর আত্মীয় বাড়ি থেকে গরু লুট করে নিয়ে যাওয়ায় আইনের আশ্রয় গ্রহণ করা হয়েছে। তিনি কোনো অপকর্মে মদদ দেননি। আমারবাঙলা/এফএইচ

from Amarbangla bangladesh Feed

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.