অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনকালে কোনো ধরনের দুর্নীতির সাথে জড়িত নয় বলে দাবি করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা অ্যাকাডেমিতে এক অনুষ্ঠানে উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ মন্তব্য করেন। তিনি বলেন, সকল ধর্মের মানুষের জন্য কাজ করেছি। আমি বায়তুল মোকাররমে ইবাদত করি এবং ঢাকেশ্বরী মন্দিরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি। তবে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে অনেকে সন্দেহ ছড়াতে চায়। আগামীতে যে সরকারই আসুক, কেউ আমাকে সম্মান দিয়ে মন্ত্রিত্ব দিতে চাইলেও আমি নেবো না। এটিই আমার শেষ দায়িত্ব। নির্বাচন শেষ হলে উপদেষ্টারা নিজ নিজ কাজে ফিরে যাবেন। এর আগে গত ১৩ জুলাই এক সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, ২০২৫ সালে সরকারি মাধ্যমে হজে যাওয়া ৪,৯৭৮ জন হাজীকে ৮ কোটি ২৮ লক্ষ ৯০ হাজার টাকা ফেরত দেয়া হবে। আমারবাঙলা/এসএ
from Amarbangla Feed
দায়িত্ব পালনকালে কোনো দুর্নীতি করিনি
October 25, 2025
0
Tags
