বাগেরহাটের মোরেলগঞ্জে বেকারত্ব দূরীকরণে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ফ্রান্স প্রবাসী রফিকুল ইসলাম জন্মভুমিতে নিজ জমিতে উদ্ধোধন করলেন মাজাই বাজার। এ বাজারের বৈশিষ্ট সকল মালামালের নির্ধারিত দামের চেয়ে এক টাকা কম, খাজনা মুক্ত। জানা গেছে, উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের একাধিকবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হাওলাদারের ছেলে ফ্রান্স প্রবাসী রফিকুল ইসলাম (মাজাই) জামির তলা গ্রামে নিজ জমি দান করে উদ্ধোধন করলেন মাজাই বাজার। জনস্বার্থে দানকৃত এক বিঘা জমির ওপরে এ বাজারটিতে রয়েছে প্রাথমিক পর্যায়ে ২৪টি দোকান ঘর। প্রাথমিক চিকিৎসা ক্ষেত্রে ওষুধের ফার্মেসী, খাদ্যপন্যসহ নানা নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান। বাজার মনিটরিংয়ের জন্য রয়েছে স্থানীয়দের সমন্বয়ে একটি বাজার কমিটি। রোবরার বেলা ১১টায় জামিরতলা মাজাই বাজারে উদ্ধোধনী অনুষ্ঠানে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপজেলা শ্রমীক দলের সভাপতি মো. মজনু মোল্লা। বাজার প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী রফিকুল ইসলাম (মাজাই)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাজার কমিটির সভাপতি মো. রিয়াজুল ইসলাম, সহ-সভাপতি রুহুল আমিন কাজী, সমাজ সেবক মনিরুজ্জামান মানিক, ব্যবসায়ী মামুন হাওলাদারসহ স্থানীয় পর্যায়ে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। মতবিনিময় সভায় বাজার প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী রফিকুল ইসলাম (মাজাই) বলেন, মাজাই বাজারটি এ অঞ্চলের মানুষের দৈনন্দিন সকল প্রয়োজন মিটাতে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে। বিশেষ করে যুব সমাজের বেকারত্ব দূর করে আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে। এ লক্ষে মাজাই বাজার নির্মিত করা হয়েছে। আমার বাঙলা/আরএ
from Amarbangla Feed
বাগেরহাটে ফ্রান্স প্রবাসী রফিকুল ইসলামের মাজাই বাজার
September 22, 2025
0
Tags
