Type Here to Get Search Results !

 ১৭ বছর ধরে অবহেলিত লালচন্দ্রপুর সড়ক: দুর্ভোগে এলাকাবাসী    

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মানসা ইউনিয়নের লালচন্দ্রপুর এলাকায় প্রায় ২ কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ ১৭ বছর ধরে সংস্কারবিহীন থাকায় এলাকাবাসী চরম ভোগান্তিতে রয়েছেন। এ অবস্থার দ্রুত সংস্কারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছে স্থানীয়রা। আবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বরোডের ইলিয়াজ বাবুর্চির বাড়ি থেকে শুরু হয়ে গোলামের মিল মোল্লা বিশ্বাসপাড়া হয়ে খলিল মাস্টারের বাড়ির সামনে পর্যন্ত গাবখালী লখপুর হাইওয়ে রোডটি এলাকাবাসীর একমাত্র ভরসা। এই সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ শত শত মানুষ চলাচল করে। পাশাপাশি রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও একটি মসজিদ। এলাকাবাসীর অভিযোগ, বর্ষার সময় রাস্তা কাদামাটি ও জলাবদ্ধতায় নষ্ট হয়ে যায়। ফলে স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে কৃষিজ পণ্য পরিবহনকারীদের ভোগান্তির শেষ নেই। এ বিষয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, “রাস্তাটি নিয়ে আমি অভিযোগ পেয়েছি। উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” অন্যদিকে উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান জানান, “রাস্তাটি বর্তমানে চলমান কোনো প্রকল্পের ডিপিপি ভুক্ত না থাকায় এ মুহূর্তে বাস্তবায়ন সম্ভব নয়। তবে নতুন প্রকল্প অথবা সংশোধিত প্রকল্পের আরডিপিপি’র মাধ্যমে পরবর্তীতে এটি বাস্তবায়ন করা যাবে।” স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে বহু বছরের ভোগান্তির অবসান হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্নে হবে। আমার বাঙলা/.আরএ

from Amarbangla Feed

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.