Type Here to Get Search Results !

লক্ষ্মীপুরের চর রমনীতে ঘর পোড়ার ঘটনায় ফাঁসানোর অভিযোগ, সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরের পূর্ব চর রমনীতে ঘর পুড়ে যাওয়ার ঘটনায় আবুল বাশার নামে একজনের বিরুদ্ধে অপপ্রচার করে ফাঁসানোর অভিযোগ উঠেছে সেতারা বেগম ও তার পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) বিকেলে ২০ নং চর রমনী মোহন ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জনতা বাজারে পূর্ব চর রমনী মোহন এলাকাবাসীর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বাশার ও বিভিন্ন ভাবে ভুক্তভোগী এলাকাবাসী। সংবাদ সম্মেলনে আবুল বাশার জানান, সেতারার পরিবারের সাথে পূর্ব বিরোধ রয়েছে এবং আগের মামলাও রয়েছে। সেতারা বেগমরা এ বাড়িতে থাকেন না। নতুন করে বৈদ্যুতিক সংযোগ দেওয়ায় বাড়িতে সুইচ অন করা বিভিন্ন সংযোগ থেকে কিংবা যেকোনো ভাবে তার বাড়িতে আগুন লেগেছে। এখন আমাকে আবারো ফাঁসাতে চেষ্টা করছে। এ ঘটনায় কোনো প্রত্যক্ষ প্রমাণ ছাড়াই মিথ্যা প্রচার ও অভিযোগ করছে। তিনি আরো জানান, আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। এখন তারা সোস্যাল মিডিয়ায় প্রচার করছে চাঁদা না দেওয়ায় ঘর জালিয়ে দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণীত। সংবাদ সম্মেলনে কয়েকজন এলকাবাসী জানান, সেতারা বেগম মামলাবাজ। কথায় কথায় মামলা, থানায় অভিযোগ করে সে। কেউ স্বাক্ষী দিতে পারেনা তার ভয়ে। বিভিন্ন হুমকি দামকি দেয় সে ও তার পরিবার। দুই পরিবারের মধ্যে আগে থেকে কিছু বিরোধ থাকলেও আগুন দেওয়ার কোনো ঘটনায় বাশার জড়ুত নয়। বরং পরিকল্পিতভাবে আবুল বাশারকে অভিযুক্ত করার চেষ্টা করা হচ্ছে। সেতারা মেয়ের পরিত্যক্ত বাসায় বিদ্যুৎ সংযোগ দেওয়া লাইনম্যান সবুজ বলেন, তাদের আবেদনের প্রেক্ষিতে আমি বিদ্যুৎ সংযোগ দিয়েছি। আবেদনের কপি আমার কাছে রয়েছে। এবং তাদেরকে জানিয়েছি যে ভিতরে বৈদ্যুতিক পাখা চলছে। সেতারার মেয়ের জামাই মানিক আবেদন করে বৈদ্যুতিক মিটার লাগালেও অস্বীকার করেন তিনি। এদিকে ফায়ার সার্ভিস সূত্র বলছে, স্থানীয়দের মাধ্যমে জানা এবং আলামত অনুযায়ী সম্ভাব্য ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত হতে পারে। এ বিষয়ে প্রশাসনের সুষ্ঠু তদন্ত ও বিচার কামনা করছেন বাশার ও এলাকাবাসী। তারা প্রশাসনের কাছে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন। আমার বাঙলা/আরএ

from Amarbangla Feed

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.