Type Here to Get Search Results !

চীন সফরে যাচ্ছেন এনসিপির ৮ নেতা

চীন সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট নেতা। আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) তারা চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আগামী ২৬ আগস্ট আট সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যাবে। ফিরবে ৩১ আগস্ট। দলটি চীনের একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম, শিল্প কারখানা পরিদর্শন করবে। এছাড়া চীনের উন্নত শহর চংকিংয়েও সফর করবে দলটি। চায়না কমিউনিস্ট পার্টির সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হবে। যুগ্ম সদস্যসচিব তাহসীন রিয়াজ বলেন, এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগামী ২২ থেকে ২৪ আগস্ট মালয়েশিয়া সফর করবেন। সেখান থেকে ফিরে চার দিনের জন্য যাবেন চীনে। পরে ৩০ আগস্ট তারা দেশে ফিরবেন। চীন সফরে আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। এনসিপির আট নেতা হলেন- দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্যসচিব তাহসীন রিয়াজ। চীন সফর উপলক্ষ্যে বৃহস্পতিবার শুক্রবার (২০ আগস্ট) ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এর আগে, গত ১১ থেকে ১৫ জুলাই জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফর করে। তার পূর্বে জুন মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেইজিং সফরে যায়। আমারবাঙলা/এফএইচ

from Amarbangla Feed

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.