Type Here to Get Search Results !

পানিতে ভেসে গেলেন ভারতের ১১ সেনা

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে টানা ভারী বৃষ্টির পর আকস্মিক বন্যায় একটি গোটা গ্রাম পানির স্রোতে ভেসে গেছে। এখন পর্যন্ত চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, এবং ১৫০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ১১ জন ভারতীয় সেনা সদস্যও রয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) উত্তরাখণ্ডের হারসিল এলাকায় এই দুর্যোগের ঘটনা ঘটে। হঠাৎ বন্যার কারণে সেখানে অবস্থিত একটি সেনাক্যাম্প ক্ষতিগ্রস্ত হয় এবং সেখান থেকেই সেনা সদস্যরা নিখোঁজ হন বলে জানায় এনডিটিভি। স্থানীয়রা জানিয়েছেন, ক্ষীর গঙ্গা নদীর আশপাশে ক্লাউডব্রাস্ট (মেঘ ফেটে প্রবল বৃষ্টিপাত) ঘটায় এ দুর্যোগের সূত্রপাত হয়। এই প্রবল বর্ষণে মুহূর্তের মধ্যে বন্যা তৈরি হয়, যা আশপাশের সবকিছু ধ্বংস করে নিয়ে যায়। ভয়াবহ এ প্রাকৃতিক বিপর্যয়ের পরই ভারতের সেনাবাহিনী কাজ শুরু করে। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানে কোনো হেলিকপ্টার ব্যবহার করা যায়নি। আজও সেখানে ব্যাপক উদ্ধার ও নিখোঁজদের খুঁজে পাওয়ার অভিযান চলবে। ক্লাউডব্রাস্ট প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে অন্যতম বিপজ্জনক। ভারতের হিমালয়ীয় অঞ্চলগুলোতে ক্লাউডব্রাস্টের ঘটনা ঘটে। যখন ক্লাউডব্রাস্ট আঘাত হানে তখন খুবই কম সময়ের মধ্যে একটি নির্দিষ্ট জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হয়। এতে করে হঠাৎ করে বন্যা সৃষ্টি হয়ে যায়। এ পানি যখন নিচু এলাকার দিকে গড়িয়ে যায় তখন তীব্র গতিতে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। আমারবাঙলা/এফএইচ

from Amarbangla Feed

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.