Type Here to Get Search Results !

উলিপুরে নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হককে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) দুপুরে কুড়িগ্রাম শহরের কলেজ মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি বজলার রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে এরশাদুল হককে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক। পুলিশ আরও জানায়, এরশাদুল হক সাহেবের আলগা ইউনিয়নের দুর্গম নামাজের চরে ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ’ লেখা লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা সৃষ্টিসহ নাশকতার পরিকল্পনায় যুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, “আসামিকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।” আমারবাঙলা/এফএইচ

from Amarbangla bangladesh Feed

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.